Connect with us
ফুটবল

শক্তিশালী ফরোয়ার্ড নিয়ে এক মাস আগে দল ঘোষণা করলো ব্রাজিল

ব্রাজিল। ছবি- গুগল

বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। কিন্তু নারী ফুটবলের আটটি আসরে এখনো শিরোপা পায়নি ব্রাজিলের মেয়েরা। এবার যেন তাই একটু গুছিয়েই নামছে টুর্নামেন্টে। আগামী ২০ জুলাই শুরু হবে নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর। এই আসরের এক মাস আগেই দল ঘোষণা করেছে ব্রাজিল।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের বিশ্বকাপ। ফরোয়ার্ড লাইন শক্তিশালী করে নারী বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল। সাত ফরোয়ার্ডের সাথে মিডফিল্ডার হিসেবে আছেন ৬ জন।

বিশ্বকাপে এফ গ্রুপে রয়েছে ব্রাজিল। প্রতিপক্ষ হিসেবে শক্তিশালী ফ্রান্সের পাশাপাশি রয়েছে জামাইকা ও পানামা। ৩৪ জুলাই পানামার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে নারী সেলেকাওরা।

২৩ সদস্যের ব্রাজিল দলে ১১ জন রয়েছেন যাদের এটা প্রথম বিশ্বকাপ। আর বাকি ১২ জন এর আগেও বিশ্ব আসরে খেলেছেন। তাছাড়া দলে আছেন বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড মার্তা।

২০২৩ নারী বিশ্বকাপে ব্রাজিল দল-

গোলরক্ষক : কামিলা, বার্বারা ও লেটিসিয়া ইজিডোরো।

ডিফেন্ডার : অ্যান্থনিয়া, তামিরেস ব্রুনিনহা, রাফায়েল্লে, কাথেলেন, লাউরেন ও মনিকা।

মিডফিল্ডার : আদ্রিয়ানা, দুধা সাম্পাইও, আরি, লুয়ানা, আনা ভিটোরিয়া ও কেরোলিন।

ফরোয়ার্ড : মার্তা, আন্দ্রেসা আলভেজ, গাবি নুনেজ, বিয়া জানেরেত্তু, গাবিনহা, রাইসলা ও গেইস।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত সফর সূচি চূড়ান্ত, উচ্ছ্বসিত মার্টিনেজ যা বললেন

ক্রিফোস্পোর্টস/২৮জুন২৩/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল