ক্রিকেটে লড়াইয়ের ময়দানে খেলোয়াড়দের আগ্রাসী মেজাজ সচরাচর দেখা মেলে। তবে মাঠে ক্রিকেটারদের এমন আগ্রাসী মনোভাব নিয়ন্ত্রণ করতে ডিমেরিট পয়েন্ট পদ্ধতি চালু রয়েছে আইসিসির। শাস্তির এ পদ্ধতিতে শুধু ক্রিকেটাররাই নন, কোচ কিংবা প্লে গ্রাউন্ডও এই খড়গে পড়তে পারে।
২৪ মাসের মধ্যে নামের পাশে ২ এর অধিক ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে দুই ও তার চেয়ে বেশি ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন একজন ক্রিকেটার। এছাড়া বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা-আইসিসির তিরস্কারের মুখেও পড়তে হয়।
এবার সেই খড়গেই পড়েছেন শ্রীলঙ্কার লেগ স্পিনার ভানিন্দু হাসারাঙ্গা। আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য চলমান বাছাই পর্বের ম্যাচে আইসিসির আচরণ বিধি ভেঙে শাস্তি পেয়েছেন লঙ্কান এই ক্রিকেটার। নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টসহ আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে এই বোলারকে।
মূলত গত শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে সুপার সিক্সের ম্যাচে তার দল জিতলেও আউট হয়ে মেজাজ হারান তিনি।
সেদিন বল হাতে ২ উইকেট নিয়েছেন এই স্পিনার, তবে ব্যাটিংয়ে নেমে ২১ বলে ২০ রান করে আউট হয়ে যান। আর এতেই মেজাজ হারান তিনি। ফিরে যাওয়ার পথে আক্রমণাত্মকভাবে ব্যাট দিয়ে বাউন্ডারি স্কার্টিংয়ে আঘাত করেন তিনি।
আর এতেই আইসিসির শৃঙ্খলার জালে ধরা পড়ে তিরস্কার সঙ্গী করে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করেন নামের পাশে। গত ২৪ মাসের মধ্যে এটি এই লঙ্কান ক্রিকেটারের দ্বিতীয় ডিমেরিট।
তবে খেলা শেষে হাসরাঙ্গা ম্যাচ রেফারি শহিদ ওয়াদভাল্লার কাছে নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানি করার প্রয়োজন হয়নি।
ক্রিকেটে আগ্রাসী মেজাজ নিয়ন্ত্রণ করতে ২০১৬ সালে অভিনব এই পদ্ধতি বের করে আইসিসি।
আরও পড়ুন: আগামীকাল বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
ক্রিফোস্পোর্টস/২জুলাই২৩/এসএ