Connect with us
ফুটবল

সাফ চ্যাম্পিয়নশিপের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশের গ্রুপে

বাংলাদেশ ফুটবল দলের ফাইল ফটো (ছবি- গুগল)

সাফ চ্যাম্পিয়নশিপের ১৪তম আসরের ড্র আজ ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। আগামী ২১ জুন দেশটির বেঙ্গালুরুতে আগামী পর্দা উঠবে এবারের আসরের। টুর্নামেন্টের পর্দা নামবে ৪ জুলাই।

আট দলের আসরে করা হয়েছে দুটি গ্রুপ, এ ও বি।

এদিকে এবারের সাফ মিশনে বাংলাদেশ খেলবে বি গ্রুপে। যেখানে প্রতিপক্ষ ফুটবলে শক্তিধর দেশ লেবানন। এছাড়া এ গ্রুপে রয়েছে মালদ্বীপ ও ভুটান।

অপরদিকে ‘এ’ গ্রুপে খেলবে ভারত, কুয়েত, নেপাল ও পাকিস্তান। এ আসরে অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে লেবানন ও কুয়েত।

আসরে অংশ নেওয়া দলগুলোর ফিফা র‍্যাংকিং:

লেবানন ৯৯তম, ভারত ১০১তম, কুয়েত ১৪৩তম, মালদ্বীপ ১৫৪, নেপাল ১৭৪, ভুটান ১৮৫, বাংলাদেশ ১৯২, পাকিস্তান ১৯৫তম।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে বাদ পড়ল জিম্বাবুয়ে

ক্রিফোস্পোর্টস/১৭মে২০২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল