সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠে নামবে দুদল।
বি গ্রুপের এ ম্যাচে বাংলাদেশের বড় কোনো প্রত্যাশা থাকার সম্ভাবনা খুব কম। ফিফা র্যাঙ্কিংয়ে ৯৯ তম অবস্থানে থাকা আরব এ দেশটিকে মাঠের লড়াইয়ে প্রতিরোধের মুখে ফেলাই ১৯২ তব অবস্থানে থাকা বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।
এদিকে আট দেশের অংশগ্রহণে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এ আসর শুরু হয়েছে বুধবার। বি গ্রুপে বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভূটান।
বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম ম্যাচে শক্তিতে এগিয়ে থাকা লেবাননের বিপক্ষে সামর্থ্যের শতভাগ খেলাই জামালদের সম্বল। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে লাল-সবুজদের কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ‘আমাদের দল শতভাগ দিয়ে ম্যাচে লড়াই করবে। আমরা মাঠে যাবো ৩ পয়েন্ট নেওয়ার জন্য। সেটা না হলে অন্তত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’
এদিকে টিম বাংলাদেশ ভারতের মাটিতে সাফ মিশন শুরু করার পূর্বে দুটি প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে। এটি লাল-সবুজদের উজ্জীবিত রাখার রসদও। ম্যাচের আগে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, আমরা ভালো প্রস্তুতি নিয়েছি, মাঠে সেটার প্রমাণ করতে চাই। আমরা জিততে চাই। ওরা অনেক শক্তিশালী, তবে আমারা আমাদের সেরা খেলাটাই খেলবো।
আরও পড়ুন: নেশনস কাপ: ১১ বছরের খরা কাটিয়ে শিরোপা জিতল স্পেন
ক্রিফোস্পোর্টস/২২জুন২৩/এসএ