নেদারল্যান্ডসকে রুদ্ধশ্বাস টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছ মেসির আর্জেন্টিনা। তবে সেই শ্বাসরুদ্ধকর ম্যাচটি ছিল নাটকীয়তায় ভরা।
লুসাইল স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচে স্প্যানিশ রেফারি মাতেউ লাহোজ ছিলেন খ্যাপাটে। ম্যাচের ১২০ মিনিটে ১৮টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন তিনি।
রেফারির এমন কার্ড কাণ্ডে কপাল পুড়েছে টিম আর্জেন্টিনার। দলের দুই ডিফেন্ডার মন্টিয়েল ও আকুনারকে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিতে দেখা যাচ্ছে না। কারণ ফিফার ২০২২ কাতার বিশ্বকাপের রেজুলেশন অনুসারে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুটি হলুদ কার্ড পেলে সেই খেলোয়ার সেমি খেলতে পারবেন না। খবর: স্পোর্টস স্টারের।
আর মন্টিয়েল ও আকুনার দুজনই এ পর্যন্ত দুটি করে হলুদ কার্ড পেয়েছেন। তাই ১৩ ডিসেম্বর ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে পাওয়া যাবে না তাদের দুজনকে।
এদিকে সেমিফাইনালে দুই সেরা ডিফেন্ডারকে না পেয়ে চিন্তার ভাঁজ এখন কোচ স্কালোনির কপালে।
আরও পড়ুন: এক মঞ্চেই মেসির হাতে গেল তিন পুরস্কার
ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২২/এসএ