বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো চলতি বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল নাসরে যোগ দেওয়ার পর থেকেই দেশটির ফুটবল নিয়ে আলোচনা তুঙ্গে।
ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ দামে রোনালদোকে দলে ভিড়িয়ে চমক দিয়েছে সৌদির এ৷ ক্লাব। শুধু তাই নয় আল নাসরের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী তারকা লিওনেল মেসিকে দলে রেকর্ড দামে দলে নেওয়ার প্রস্তাব দিয়ে সৌদি ফুটবলে হৈচৈ ফেলে দিয়েছে।
এদিকে নানা নাটকীয়তা, রদবদল ও রোমাঞ্চকর মুহূর্তে আরবে সময় কাটছে রোনালদোর। সৌদি লিগে তার দল প্রত্যাশা অনুযায়ী অবস্থানে না থাকলেও লিগ নিয়ে দিয়েছেন ভবিষ্যৎ বাণী।
তার বিশ্বাস ভবিষ্যতে বিশ্বের শীর্ষ পাঁচটি লিগের মধ্যে সৌদি পেশাদার লিগ উঠে আসা এখন সময়ের অপেক্ষা মাত্র।
প্রসঙ্গত, বিশ্বের সেরা তিনটি লিগেই খেলার অভিজ্ঞতা রয়েছে সিআর সেভেন এর। স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ, ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইতালিয়ান সিরি-আ লিগে জুভেন্টাসের হয়ে খেলেছেন তিনি। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে রেকর্ড ২০০ মিলিয়ন ইউরোতে আল নাসরে যোগ দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক।
সৌদির স্থানীয় একটি চ্যানেলে সাক্ষাৎকারে রোনালদো বলেন, সাম্প্রতিক সময়ে সৌদি লিগের মান অনেকে বেড়েছে। আগামী বছর এ অবস্থার আরও উন্নতি হবে, বলেই আমার বিশ্বাস। যেভাবে এখানকার লিগ অগ্রসর হচ্ছে এতে বলাই চলে ভবিষ্যতে বিশ্বের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সৌদি লিগ জায়গা করে নেবে।
বিশ্ব ফুটবলের এ তারকা খেলোয়াড় বলেন, এখন প্লেয়ার ও অবকাঠামো বেশি দরকার। আমি বিশ্বাস করি এ দেশের আগামীতে যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
এদিকে, প্রো লিগের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে কঠিন সমীকরণে আল নাসর। ২৮ ম্যাচ খেলে ৬৩ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে রোনালদোরা। আর সমান ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল-ইত্তিহাদ।
আরও পড়ুন: যে আশা পূরণ হলো না নেইমারদের
দুই দলের সামনেই আরও দুটি করে ম্যাচ রয়েছে। আল নাসর শিরোপা ঘরে তুলতে হলে নিজেদের বাকি দুই ম্যাচে জয়ের পাশাপাশি আল-ইত্তিহাদ যেন হেরে পয়েন্ট খোয়ায় সেই প্রার্থনাই করতে হবে।