Connect with us
ফুটবল

স্বপ্নের ফাইনালে মেসি, ৩৬ বছরের শিরোপা খরা কাটবে আর্জেন্টিনার

গোল করার পর মেসি-আলাভারেজের উল্লাস। ছবি- গুগল

কাতারের লুসাইল স্টেডিয়াম দেখা গেল লিওনেল মেসি ম্যাজিক শো। মেসি নিজে গোল করেছেন, গোল করিয়েছেন, সেই সঙ্গে দলকে নিয়ে গেছেন স্বপ্নের ফাইনালে। সেমির ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলের হারিয়ে ফাইনালের মঞ্চে পৌছে গেছে আর্জেন্টিনা।

এ দিকে এবারের আসরে মেসিদের পথচলা সুখকর ছিল না। দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে কাতারের মাটিতে পা রাখে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে গ্রুপপর্বে হোঁচট খায় আকাশি নীলরা। সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে আর্জেন্টিনা এখন ফাইনালে।

আগামী রবিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টিভি, টি-স্পোর্টস চ্যানেলে।

আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: লিওনেল মেসি

মেসির ফুটবল ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ এটি। তাই মেসির কাছে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। একইসঙ্গে আর্জেন্টিনার দীর্ঘ সময়ের শিরোপা খরা কাটানোর সুযোগ। সবশেষ আলবিসেলেস্তেরা কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৬ সালে কাপ নিয়ে ঘরে ফিরেছিল। এরপর ১৯৯০ সালে ম্যারাডোনার ও ২০১৪ সালে মেসির নেতৃত্বে ফাইনালে গেলেও প্রতিবারই জার্মানির কাছে হেরে শিরোপার স্বপ্নভঙ্গ হয় আকাশি-নীলদের।

ক্রিফোস্পোর্টস/১৪ডিসেম্বর/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল