হকি এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ।
বুধবার ওমানের মাসকটে সেমিফাইনালের ম্যাচে থাইল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে শিরোপার লড়াইয়ে নাম লিখিয়েছে মামুনুর রশিদের দল। ম্যাচে একটি করে গোল করেছেন রাহিদ হাসান জীবন, মোহাম্মদ হোসাইন ও রকিবুল হোসেন।
এদিকে গ্রুপ পর্বের ৩ ম্যাচেই আধিপত্য বজায় রেখে জয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। হংকংকে ৪-০ গোলে হারিয়ে আসরে শুভ সূচনা পায়া বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪-০ ও গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৬-১ গোলে উড়িয়ে দেয় লাল-সবুজের জার্সিধারিরা।
অপদিকে ফাইনালের মিশনে লড়াইটা কঠিন ছিল বাংলাদেশের। ম্যাচের প্রথম তিন কোয়ার্টারে থাইল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেনি যুবারা। অবশেষে চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান জীবন। ৪৭তম মিনিটে তার ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর আরো দুটি গোল করে থাইল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ। ৫৫তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে রকিবুল এবং দুই মিনিট বাদে মোহাম্মদ হোসাইনের ফিল্ড গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
বৃহস্পতিবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান অথবা ওমান। দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচে আজ রাতে লড়বে এ দুই দল।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৩/এসএ