আগামী ১০ জুন হংকংয়ের মাটিতে পর্দা উঠছে মেয়েদের ইমার্জিং এশিয়া কাপের। আট দলের এবারের আসরের পর্দা নামবে ২২ জুন। টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়া বাকি সাতদল হলো- ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।
এ আসরে বাঘিনীদের নেতৃত্ব দেবেন লতা মন্ডল। এছাড়া সহঅধিনায়ক সোবহানা মোস্তারি। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।
বিসিবি সূত্রে জানা গেছে, আসরে অংশ নিতে আগামী ১০ জুন দেশ ছাড়বে টাইগ্রেসরা। আগামী ১২ জুন মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইমার্জিং এশিয়া কাপের সূচনা করবে বাংলার মেয়েরা।
গ্রুপ পর্বে ১৩ জুন শ্রীলঙ্কা ও ১৬ জুন সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে লতা-মোস্তারিরা।
বাংলাদেশ স্কোয়াড:
লতা মন্ডল (অধিনায়ক), সোবহানা মোস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মাগলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, রুবায়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী।
আরও পড়ুন: পরাজয়ের পরও খুশির কারণ জানালেন হার্দিক পান্ডিয়া
ক্রিফোস্পোর্টস/৩১মে২৩/এসএ