Connect with us
ফুটবল

২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহী দেশের সংখ্যা বাড়ল

বিশ্বকাপ ট্রফি। ছবি- গুগল

আগামী ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে আগ্রহী এমন দেশের সংখ্যা আরও বাড়লো। বিশ্বকাপের শতবর্ষী আসন্ন আসর আয়োজন করতে নতুনভাবে আগ্রহ প্রকাশ করেছে মরক্কো। স্পেন ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে তারা আসন্ন বিশ্বকাপ আয়োজন করতে চায়।

এর আগে স্পেন ও পর্তুগালের সঙ্গী হতে চেয়েছিল ইউক্রেন। কিন্তু রাশিয়ার সঙ্গে দেশটির যুদ্ধ চলায় এবার মরক্কো সেই সুযোগ নিতে চাচ্ছে। মরক্কোর ক্রীড়া মন্ত্রী ছাকিব বেনমুসা এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: আল জাজিরা।

অপরদিকে এর আগেও বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহ প্রকাশ করেছিল মরক্কো। ২০১০ সালে বিশ্বকাপ আয়োজনের খুব কাছে গেলেও শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকার সেই সুযোগটি পায়।

এদিকে বিশ্বকাপের আয়োজক হতে স্পেন, পর্তুগাল ও মরক্কোকে লড়াই করতে হবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি ও উরুগুয়ের সঙ্গে। ২০৩০ বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত নির্ধারিত হবে ২০২৪ সালে।

এর আগে, ২০২৬ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ৪৮ দলের আগামী আসরে ম্যাচ হবে মোট ১০৪টি। এছাড়া ১২টি গ্রুপে ভাগ করা হবে দলগুলোকে।

ক্রিফোস্পোর্টস/১৫ মার্চ ২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল