আজ থেকে ৩৩ বছর আগে- ১৯৯০ সালের নভেম্বরে টানা তিন ওয়ানডে ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াকার ইউনুস। গুনে গুনে ঠিক ৩৩ বছর পর সেই রেকর্ডে ভাগ বসালেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
জিম্বাবুয়ের মাঠে চলমান বিশ্বকাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা, আর দ্বিতীয় ম্যাচে ওমানের বিরুদ্ধে মাত্র ১৩ রান খরচায় তুলে নেন ৫টি উইকেট। এখানেই থামেনি তার ঘূর্ণি। আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেও তুলে নিয়েছেন ৫ উইকেট।
হাসরাঙ্গার রেকর্ডগড়া ম্যাচে বড় জয় পেয়েছে শ্রীলংকা। বুলাওয়ের মাঠে আইরিশদের ১৩৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে লংকানরা। আর এতে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।
রবিবার (২৫ জুন) আগে ব্যাট করে ৩২৫ রানে অলআউট হয় দাসুন শানাকার দল। জবাবে হাসারাঙ্গা ঘূর্ণিতে লণ্ডভণ্ড হয় আইরিশ ব্যাটিং লাইন। গুটিয়ে যায় মাত্র ১৯২ রানে। অ্যান্ড্রু বালবির্নির দল হারে ১৩৩ রানে।
এদিন লঙ্কানদের হয়ে ব্যাট হাতে ১০৩ বলে ১০৩ রানের ইনিংস খেলেন দিমুথ করুণারত্নে। ৮২ রানের ইনিংস খেলেন সামারাবিক্রমা।
‘বি’ গ্রুপ থেকে তিন ম্যাচে তিন জয়ে শীর্ষে শ্রীলংকা। টানা তিন হারে প্রথমপর্ব থেকে বিদায় নিল আয়ারল্যান্ড।
আরও পড়ুন: ১২ মাসের ছুটিতে যাচ্ছেন মেসি!
ক্রিফোস্পোর্টস/২৬জুন২৩/এমএ