দুটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে ছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। একটি ছিল, পানামার বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সিতে শততম গোলের সুযোগ আর অপরটি সব প্রতিযোগিতা মিলিয়ে ৮০০ গোলের কীর্তি গড়ার সুযোগ।
এরমধ্যে শততম গোলের জন্য দুটি ও ৮০০ গোলের কীর্তি গড়তে তার দরকার ছিল এক গোল। আকাশি-সাদা জার্সিতে প্রথম লাতিন আমেরিকান হিসেবে গোলের সেঞ্চুরি থেকে ১ গোল পেছনে থাকলেও মেসি ৮০০ ক্যারিয়ার গোলের কীর্তি গড়েছেন।
পানামার বিপক্ষে শুক্রবার বাংলাদেশ সময় সকালের ম্যাচ ২-০ গোলে জিতে নিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঘরের মাঠে বিশ্বকাপ উদযাপনের মহড়া ম্যাচে ৭৮ মিনিটে গোল করেন মিডফিল্ডার থিয়াগো আলমাদা। পরে ৮৯ মিনিটে গোল করেন মেসি।
ওই গোলেই তিনি বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে প্রতিযোগিতামূলক ফুটবলে ৮০০ গোল করার কীর্তি গড়ে ফেলেন। এর আগে ওই কীর্তি ছুঁয়েছেন পর্তুগালের সাবেক রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
আরও পড়ুন: হাসান মাহমুদের ক্যারিয়ার সেরা বোলিংয়ে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ
ক্রিফোস্পোর্টস/২৪মার্চ২৩/এসএ