Connect with us
ক্রিকেট

অঝোরে কেঁদে কেঁদে বিদায় নিলেন তামিম

সংবাদ সম্মেলন ডেকে কান্না ভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানান তামিম। ছবি- গুগল

দীর্ঘ ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেটে পদচারণা বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের। অনেক লম্বা এই পথচলা থামিয়েছেন চট্টগ্রামের এই ক্রিকেটার। সংবাদ সম্মেলন ডেকে কান্না ভেজা চোখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কথা জানালেন তামিম।

চট্টগ্রাম থেকে বুধবার (৬ জুলাই) দুপুরে হঠাৎ এক সংবাদ সম্মেলন করে বিদায়ের বাণী শুনিয়েছেন তিনি। অবসরের কথা বলতে গিয়ে অঝোরে কেঁদেছেন দেশসেরা এ ওপেনার।

অবসরের সিদ্ধান্ত জানাতে গিয়ে তামিম বলেন, এই সিদ্ধান্ত একদিনের নয়, আগে থেকে অনেক ভেবেই এ সিদ্ধান্ত তিনি নিয়েছেন। আফগানিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন তিনি। আর মাঠে নামবেন না।

তামিম জানান, আমি ছোট থেকে খেলছি আমার বাবার স্বপ্নপূরণের জন্য। আমার ছোট চাচার হাত ধরে ক্রিকেটাঙ্গনে পা রেখেছি। আমি মাঠে আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি সবসময়। কতটুকু পেরেছি জানি না।

পরে নিজের পথচলায় যাদের প্রেরণা ও সহযোগীতা পেয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে তামিম বলেন, আমার ক্যারিয়ারের পেছনে আমার মা, স্ত্রী ও সন্তানদের অনেক আত্মত্যাগ রয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের পথচলা শুরু হয়। ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারে দেশের হয়ে এখন পর্যন্ত ৭০ টেস্টে ৫ হাজার ১৩৪ এবং ২৪১ ওয়ানডেতে ৮ হাজার ৩১৩ রান করেছেন ক্রিকেটার তামিম। আর ২০২২ সালের ১৬ জুলাই অবসরের আগে ৭৮ টি-টোয়েন্টিতে ১৭৫৮ রান করেন তিনি।

আরও পড়ুন: সাফে বাংলাদেশের সাফল্য, শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৩/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট