Connect with us
ক্রিকেট

অনুশীলনে বলের আঘাতে হাসপাতালে মেহেদি মিরাজ

অনুশীলনে বলের আঘাতে হাসপাতালে মিরাজ

আয়ার‌ল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিক বাংলাদেশ। ইতোমধধ্যে ইংল্যান্ড সিরিজ শেষে দুদিন বিশ্রাম নিয়ে গতকাল বৃহস্পতিবার সিলেট পৌঁছেছে বাংলাদেশের ক্রিকেটাররা। সেদিন ঐচ্ছিক অনুশীলনও করেছেন অনেক ক্রিকেটার।

আজ শুক্রবার পুরোদমে অনুশীলন শুরু করেছেন টাইগার ক্রিকেটাররা। সেখানে গা গরমের অনুশীলনে হঠাৎ চোটে পড়েছেন ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলা স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজ। ওয়ার্মআপে ফুটবল খেলতে গিয়ে চোখে আঘাত পান তিনি। পরে তাৎক্ষনিক তাকে হাসপাতালে নেওয়া হয়।

ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ফুটবলের আঘাত পাওয়ায় মিরাজের সিটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্টে কোনও সমস্যা ধরা পড়েনি। এরপর তাকে চোখের চিকিৎসকের কাছে নেওয়া হয়।

দেবাশীষ আরও জানান, চোখের চিকিৎসকের রিপোর্ট হাতে পেলেই মিরাজের প্রথম ওয়ানডে ম্যাচে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে।

অপরদিকে এর আগে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েও ইনজুরি নিয়ে দল থেকে ছিটকে গেছেন তরুণ উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান।

প্রসঙ্গত, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৮ মার্চ থেকে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর দুটায় শুরু হবে ম্যাচ।

আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে ছিটকে গেলেন জাকির, জ্বরে আক্রান্ত তামিম

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট