আর্জেন্টিনার মাটিতে চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়েই নকআউটে পা দিয়েছে ব্রাজিলের যুবারা। এ টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের শিরোপা জয়ীদের সামনে শেষ ষোলর ম্যাচে প্রতিপক্ষ তিউনিসিয়া।
নকআউটে পর্বের ম্যাচটি আগামীকাল মঙ্গলবার (৩১ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় মাঠে গড়াবে।এদিকে ডমিনিকা রিপাবলিক ও নাইজেরিয়াকে উড়িয়ে দিয়ে ডি গ্রুপে সেরা হয় নেইমারদের উত্তরসূরীরা। মোট তিন ম্যাচে ১১টি গোল করে সেলেসাওরা।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়া থেকে ভেন্যু পরিবর্তনের পর এবারের বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
টুর্নামেন্টটির সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডধারীরা (৬ বার) এবার কোয়ালিফাই করতে না পারলেও আয়োজক দেশ হিসেবে আসরে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
আরও পড়ুন: আবাহনী-মোহামেডান দ্বৈরথসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/৩০মে২৩/এসএ