আইপিএলের শুরু থেকেই দিল্লি ক্যাপিটালসের শিবিরে ছিলেন টাইগার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে একে একে টানা তিন ম্যাচ হারলেও একাদশে উপেক্ষিত ছিলেন মুস্তাফিজ। চার নম্বর ম্যাচে এসে মুস্তাফিজ ভক্তদের অপেক্ষার অবসান হয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দিল্লির একাদেশে জায়গা পেয়েছেন তিনি।
রাইলি রুশোর জায়গায় মুস্তাফিজকে নিয়েছে দিল্লি। এছাড়া একাদশে আরও একটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরির কারণে ছিটকে গেছেন খলিল আহমেদ, তার জায়গায় নেওয়া হয়েছে যশ ধুলকে।
মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।
এদিকে এবারের আইপিএলে এ পর্যন্ত তিন ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি দিল্লি। অপরদিকে মুম্বাইও দুই ম্যাচ খেলে সবকটিতে হেরেছে।
দিল্লি ক্যাপিটালস:
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মানীশ পান্ডে, ইয়াশ ধুল, রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, এনরিখ নরকিয়ে, মুস্তাফিজুর রহমান।
মুম্বাই ইন্ডিয়ান্স:
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, নেহাল ওয়াধেরা, হৃতিক শোকেন, আরশাদ খান, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, রাইলি মেরিডিত।
আরও পড়ুন: আগামীর নেইমার-রিচার্লিসনদের সামনে আরেকটি শিরোপার হাতছানি
ক্রিফোস্পোর্টস/১১এপ্রিল২৩/এসএ