Connect with us
ক্রিকেট

আইপিএলে নতুন চমক ব্রাভোর

ডোয়াইন ব্রাভো। ছবি: সংগৃহীত

এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শুরু পূর্বে অবসরের ঘোষণা দিয়েছিলেন ডোয়াইন  ব্রাভো। তবে চোটের কারণে মাঝ পথেই বিদায় নিতে হয় ৪০ বছর বয়সী এই অলরাউন্ডারকে। অবসরের পরই নতুন চমকে হাজির হলেন ব্রাভো।

আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মেন্টর হিসাবে যাত্রা শুরু করছেন ক্যারিবান অলরাউন্ডার  ডোয়াইন ব্রাভো। কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দ্বায়িত্ব পালন করবেন তিনি। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে স্ট্যাটাস দিয়ে জানিয়েছে কলকাতা।

গত মৌসুমে কলকাতার মেন্টরের দ্বায়িত্ব পালন করেছেন গৌতম গম্ভীর। বর্তমানে তিনি ভারতের জাতীয় দলের প্রধান কোচের দ্বায়িত্ব পালন করছেন। গৌতমের উত্তরসূরী হিসাবে কলকাতা কাকে মেন্টর করবেন এই নিয়ে ছিল বিস্তর জল্পনা। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক খেলোয়াড় ব্রাভোই হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর।

আরও পড়ুন: নতুন মাইলফলক গড়ে ব্র্যাডম্যানকে ছুঁলেন কামিন্দু মেন্ডিস

৯১টি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন ব্র্যাভো। ২২ গড়ে করেছেন ১২৫৫ রান। উইকেট নিয়েছেন ৭৮টি, গড় ২৬.১০। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন তিনি। এছাড়াও আইপিএলও খেলেছেন এই অলরাউন্ডার। আইপিএলের বেশিরভাগ ম্যাচই চেন্নাই সুপার কিংস এর হয়ে খেলেছেন তিনি। ১৬১টি আইপিএল ম্যাচ খেলেছেন ডোয়াইন ব্র্যাভো। ব্যাট হাতে করেছেন ১৫৬০ রানের পাশাপাশি বল হাতে নিয়েছেন ১৮৩ উইকেট।

দারুণ অভিজ্ঞতাসম্পন্ন মেন্টরের ভূমিকা ভালোভাবেই পালন করতে পারবেন ব্রাভো। কলকাতা নাইট রাইডার্সের তরুণ ক্রিকেটারদের কার্যকরী ভূমিকা পালন করতে পারবেন তা বলার অপেক্ষা থাকে না। এখন দেখার বিষয় মেন্টর হিসাবে কতটা সফল হোন ব্রাভো।

ক্রিফোস্পোর্টস/২৭সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট