ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অভিষেক হয়েছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারের।
রবিবার আইপিএলের এবারের ১৬তম আসরের ২২তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামেন পেসার অর্জুন টেন্ডুলকার।
এদিন ম্যাচে মাঠে নামার আগে অভিষেক অর্জুনকে ক্যাপ পরিয়ে দেন মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
এদিকে শচীন টেন্ডুলকার আইপিএলের প্রথম মৌসুম থেকে পাঁচ বছর (২০০৮-২০১৩) মুম্বাইয়ের হয়ে খেলেছেন। এবার বাবার পদাঙ্ক অনুসরণ করে ছেলেও খেলছেন এই ফ্র্যাঞ্জাইজিতে।
নতুন রেকর্ড:
এদিন মাঠে নামার মধ্য দিয়ে নতুন এক রেকর্ড গড়েছেন অর্জুন টেন্ডুলকার। আইপিএলে খেলা প্রথম পিতা-পুত্র শচীন ও অর্জুন। এছাড়া দুজনই একই ফ্র্যাঞ্জাইজি তে। তবে মুম্বাই শচীনপুত্রকে গত মৌসুমেই কিনেছিল। সেবার তাকে মাঠে নামানো হয়নি। এবারের নিলামেও মুম্বাই অর্জুনকে দলে নিয়েছে ৩০ লাখ রুপিতে।
অপরদিকে অভিষেক ম্যাচে টস হেরে ফিল্ডিং নেওয়া মুম্বাই অর্জুনকে দিয়েই বোলিং উদ্বোধন করায়। নিজের অভিষেক ওভারে ২৩ বছর বয়সী এই বাঁহাতি পেসার কোনো বাউন্ডারি ছাড়াই মাত্র ৫ রান দিয়েছেন। পরে ওভারে দিয়েছেন ১২ রান। যদিও ম্যাচে ২ ওভার করার সুযোগ পেয়ে নামের পাশে কোনো উইকেট যুক্ত করতে পারেননি।
আরও পড়ুন: মাইলফলক ছুঁলেন বাবর আজম, বললেন এটা কল্পনাও করতে পারিনি
ক্রিফোস্পোর্টস/১৬এপ্রিল২৩/এসএ