আইপিএলে অপেক্ষায় অবসান হলো বাংলাদেশের ক্রিকেটার লিটন কুমার দাসের। দলের ৬ষ্ঠ ম্যাচে দিল্লির বিপক্ষে একাদশে জায়গা পেয়েছেন তিনি।
কিন্তু নিজের অভিষেক ম্যাচটা রাঙাতে পারলেন না টাইগার এ ওপেনার। শুরুতে দুর্দান্ত বাউন্ডারিতে রানের খাতা খুললেও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। মাত্র ৪ রানেই আউট হয়েছেন তিনি। দিল্লির বোলার মুকেশ কুমারের বলে ললিত যাদবের হাতে ক্যাচ দিয়ে হতাশ করেছেন লিটন।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির বিপক্ষে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স। বৃষ্টির কারণে ম্যাচটি এক ঘণ্টা পরে মাঠে গড়ায়। তবে ম্যাচে কোনো ওভার কাটা হয়নি।
অপরদিকে এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে দিল্লি। টাইগার কাটার মাস্টার মুস্তাফিজ ও পোরেলের জায়গায় একাদশে স্থান পেয়েছেন পিল সল্ট ও ইশান্ত শর্মা।
এছাড়া কেকেআরও পরিবর্তন এনেছে। গুরবাজকে বাদ দিয়ে আসরে প্রথমবারের মতো একাদশে যুক্ত করেছে লিটন ও রয়কে।
কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড:
ভেঙ্কটেস আইয়ার, লিটন দাস, জেসন রয়, সুনিল নারিন, নিতেশ রানা, রিংকু সিং, মান্দীপ সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব ও কুলওয়ান্ত খেজুরিওয়ালা।
দিল্লি ক্যাপিটালস স্কোয়াড:
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মানিশ পান্ডে, ফিল সল্ট, ললিত যাদব, আমান খান, অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব, এনরিখ নরকিয়া, ইশান্ত শর্মা ও মুকেশ কুমার।
রাতে মুখোমুখি হচ্ছে কেকেআর-দিল্লি: দেখা হবে লিটন-মুস্তাফিজের?
ক্রিফোস্পোর্টস/২০এপ্রিল২৩/এসএ