আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসি টেস্ট ক্রিকেটের হালনাগাদ র্যাংকিং প্রকাশ করেছে। এতে বেশ উন্নতি করেছেন বাংলাদেশের তিন তারকা ক্রিকেটার।
তারা হলেন, দলের অধিনায়ক ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিম ও স্পিনার তাইজুল ইসলাম।
বুধবার আইসিসির প্রকাশিত হালনাগাদ তালিকা থেকে এ তথ্য জানা যায়।
এতে দেখা যায়, লাল বলের ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে ব্যাটারদের র্যাংকিংয়ে এগিয়েছেন মুশফিকুর রহিম। এছাড়াও তাইজুল এবং সাকিব এগিয়েছেন বোলারদের র্যাংকিংয়ে।
আইরিশদের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ১২৬ ও পরের ইনিংসে অপরাজিত ৫১* রান করেন মুশফিক। আর এতেই টেস্ট র্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই ক্রিকেটার। ৬৭৪ পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় মুশফিকের জায়গা এখন ১৭ নম্বরে।
এছাড়া তাইজুল আয়ারল্যান্ড এর বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। এতে তিন ধাপ এগিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে ২০তম অবস্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
একই টেস্টে দ্বিতীয় ইনিংসে ২৬ রানে দুই উইকেট নিয়ে সাকিব আল হাসানও এগিয়েছেন দুধাপ। বোলারদের র্যাঙ্কিংয়ে তার নতুন অবস্থান ২৬।
আরও পড়ুন: ম্যানসিটির জয়ের দিনে অনন্য এক রেকর্ড গড়লেন হলান্ড
ক্রিফোস্পোর্টস/১২এপ্রিল২৩/এসএ