Connect with us
ক্রিকেট

আত্মবিশ্বাস নিয়ে আমরা টি-টোয়েন্টি সিরিজে যাচ্ছি: লিটন

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টাইগার ক্রিকেটার লিটন কুমার দাস। ছবি- বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটিতে দাপুটে জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। সিরিজ হেরে শেষ ম্যাচে বড় জয় টাইগারদের মান রক্ষার পাশাপাশি সামনে টি-টোয়েন্টি সিরিজের জন্য আত্মবিশ্বাস যোগাচ্ছে।

মঙ্গলবার চট্টগ্রামরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ৷ পেসার শরিফুল ও তাসকিনের আগুন ঝরানো বোলিংয়ে বিধ্বস্ত হয় আফগান শিবির।

এদিকে ২-১ ব্যবধানে সিরিজ সমাপ্ত হয়েছে। সিরিজ হারলেও হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়ে দাপুটে জয়ে খুশি টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানান টি-টোয়েন্টি সিরিজে পরিকল্পনায় এ জয় দরকার ছিল। লিটন দাস বলেন, টি-টোয়েন্টি সিরিজের আগে এমন একটা জয় দলের খুবই কাজে লাগবে।

লিটন বলেন, শরিফুল ও তাসকিন শুরুতেই দলকে সফলতা এনে দিয়েছে। নতুন বল দারুণভাবে ব্যবহার করেছে। এছাড়া মাঝের ওভারগুলোতে স্পিনাররাও ভালো বোলিং করেছে। এই ম্যাচে সব কৃতিত্বই বোলারদের। এবার আত্মবিশ্বাস নিয়েই আমরা টি-টোয়েন্টি সিরিজে যাচ্ছি।

এদিন টস হেরে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। শুরুতে বল হাতে আগুন ঝরান পেসার শরিফুল ইসলাম। ৯ ওভার বল করে ২১ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এছাড়া তাসকিনের বোলিং দাপটে আফগানদের রানের চাকা থামে ১২৬ রানে। পরে ব্যাট হাতে নেমে মাত্র ২৩.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

প্রসঙ্গত, আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ হবে ১৪ জুলাই। আর শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৬ জুলাই। দুটি ম্যাচই হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আরও পড়ুন: ১৮ বছরেই বার্সেলোনায় আসছেন ব্রাজিলের নতুন তারকা

ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট