Connect with us
ক্রিকেট

আফগানদের সামনে সেই ভুল আর করতে চায় না বাংলাদেশ

সামনের মাসের প্রথম সপ্তাহেই (১০ জুন) বাংলাদেশে পা দেবে আফগান শিবির। চারদিন পর ১৪ জুন মাঠে গড়াবে একমাত্র টেস্ট ম্যাচ। সম্প্রতি ঘরের মাঠে আইরিশদের উড়িয়ে দিলেও আফগানিস্তানের বিপক্ষে তা সহজ হবে না, এটা সবার জানা।

চার বছর আগে ফিরে গেলেই এর কারণ বের হয়ে আসবে; ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রশিদ খানদের বিপক্ষে একমাত্র টেস্টে ভরাডুবি হয়েছিল টাইগারদের। ২২৪ রানের বিশাল ব্যবধানে হারের তিক্ততা মেনে নিতে হয়েছিল সাকিবদের।

রশিদ খানের লেগস্পিনের বিষাক্ত ছোবল ও বিধ্বংসী ব্যাটিংয়ের কাছে পরাস্ত হয়েছিল টাইগাররা। দুই ইনিংসে ৭৫ রান ও ১১ শিকার করেছিলেন রশিদ। এখন সেই আফগানরা আরও বেশি শাণিত। তাই তাদের বিপক্ষে শক্তির পরীক্ষা দিতে হবে বাংলাদেশকে।

অপরদিকে এবার মিরপুরের মাঠে সেই ভুল আর করতে চায় না বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার। বলেন, টিম বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। আস্থাও এখন বেশি। আমার মনে হয়, আমরা এখন অনেক কনফিডেন্ট দল।

আরও পড়ুন: তাসকিনের ফেরার গল্প

আফগানদের বিপক্ষে বাংলাদেশ দল কেমন হবে; এমন প্রশ্নে নির্বাচক বাশার বলেন, বেস্ট পসিবল প্লেয়ারদের নিয়েই এই দলটা করব।

ক্রিফোস্পোর্টস/২৬ মে ২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট