চলতি মাসের ১৪ তারিখ মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ। আফগানদের বিপক্ষে ম্যাচের আগে পিঠের পুরনো ব্যথা ফেরায় বিশ্রামে আছেন তামিম ইকবাল।
তামিমের কোমরের এই চোট বেশ পুরনো। এই চোটে বারবার ভুগতে হচ্ছে তামিমকে। কিছুদিন আগের আয়ারল্যান্ড সিরিজের আগে ডাক্তারের শরণাপন্নও হয়েছিলেন তামিম। তবে এখনো তিনি সম্পূর্ণ সুস্থ হতে উঠেননি।
টাইগারদের ওয়ানডে অধিনায়কের ইনজুরির বিষয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ বলেন, তামিমের ইনজুরিটা বার বার ফিরে আসাটা চিন্তার বিষয়। তবে এই ধরনের চোট বিশ্রাম নিলে ঠিক হয়ে যায়।
তিনি আরও বলেন, আফগান টেস্টের এখনো কিছু সময় বাকি রয়েছে। আশা করা যায় টেস্টের আগেই তামিম সুস্থ হয়ে উঠবেন।
আরও পড়ুন: সাকিবের মাঠে ফেরা নিয়ে সুখবর দিল বিসিবি
ক্রিফোস্পোর্টস/৯জুন২৩/এমএ