লা লিগার ১১ নম্বরে থাকা জিরোনার কাছে বিধ্বস্ত হয়েছে টেবিলের দুই নম্বরে থাকা শক্তিশালী দল রিয়াল মাদ্রিদ। শুধু হারই নয়, গোল বন্যায় ভেসে গেছে লিগে রিয়াল মাদ্রিদের শিরোপা স্বপ্ন।
রিয়ালের দু:স্বপ্নের রাতে ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেইয়ানোস। তিনি একাই চার গোল করে ধসিয়ে দিয়েছেন বেঞ্জামাদের। এছাড়াও একুশ শতকে প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে চার গোল করার কীর্তি গড়েছেন কাস্তেইয়ানোস।
মঙ্গলবার রাতে জিরোনার মাঠে লা লিগার এ ম্যাচটি ৪-২ গোলে হেরেছে স্পেন-ইউরো চ্যাম্পিয়নরা।
ম্যাচে প্রথমার্ধে দুটি এবং দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন কাস্তেইয়ানোস। আর রিয়ালের হয়ে দুটি গোল করেন ভিনিসিউস জুনিয়র ও লুকাস ভাসকেস।
এদিকে আজকের হারে রিয়ালের লিগ শিরোপা ধরে রাখার আশা বলতে গেলে প্রায় শেষই হয়ে গেছে। কেননা আগামী বুধবার রায়ো ভাইয়েকানোকে হারাতে পারলে ১৪ পয়েন্টে নিয়ে আরও এগিয়ে যাবে টেবিলে এক নম্বরে থাকা বার্সেলোনা।
অপরদিকে চলতি আসরে ৩১ ম্যাচে ৬ষ্ঠ হারের তেতো স্বাদ পেল রিয়াল। টেবিলে ৬৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে দলটি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে এক নম্বরে বার্সেলোনা। আর রিয়ালের সমান ম্যাচ খেলে ৪১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে জিরোনা।
আরও পড়ুন: শ্বশুর ডাকা নিয়ে শাহিনকে যা বললেন আফ্রিদি
ক্রিফোস্পোর্টস/২৬এপ্রিল২৩/এসএ