ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশে আসন্ন দ্বিপাক্ষিক সিরিজ শুরু হচ্ছে আগামী ১ মার্চ। ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টাইগাররা। সিরিজ শুরুর ১২ দিন আগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
বৃহস্পতিবার রাতে প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করে বিসিবি।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের দল ঘোষণা নিয়ে কোনো ব্যাখ্যা দেননি বোর্ডের সংশ্লিষ্ট কেউ। তবে বিচ্ছিন্নভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
সেখানে তিনি নুরুল হাসান সোহান ও নাসুম আহমেদ দল থেকে বাদ পড়ার কারণ নিয়ে ছোট কিছু ব্যাখ্যা দিয়েছেন। মূলত অফফর্মের কারণেই তাদের দুজন দলের বাইরে রাখা হয়েছে।
অপরদিকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন বিপিএলে নজর কাড়া পারফর্মেন্স করা সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার তৌহিদ হৃদয়। এই ব্যাটার টি-টোয়েন্টির পারফরম্যান্স দিয়ে ওয়ানডে দলে জায়গা করে নিলেন।
প্রথম দুই ওয়ানডের স্কোয়াড :
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।
আরও পড়ুন: বল হাতে সবার সেরা তানভীর
তানভীর ইসলাম/১৭ফেব্রুয়ারি২৩/এসএ