Connect with us
ক্রিকেট

এক যুগ পর ঘরের মাঠে সিরিজ হারের পথে ভারত

Newzeland Cricket
নিউজিল্যান্ড ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

কিছুদিন আগেই ঘরের মাঠে বাংলাদেশকে ২-০ তে হোয়াইটওয়াশ করেছে ভারত। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে রোহিত- কোহলিরা। সেই উড়তে থাকা দলটাই এবার ঘরের মাঠে কিউইদের সামনে মুখ থুবড়ে পড়েছে।

অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় নিউজিল্যান্ডের । এরপর শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষে ২-০ তে বিধ্বস্ত হয়ে দেয়ালে পিঠ ঠেকে যায় কিউইদের। কিন্তু ভারতে এসে পাল্টে গেছে গল্পের মোড়। নতুন অধিনায়কের অধীনে অভিজ্ঞ ব্যাটার উইলিয়মাসনকে ছাড়াই মাঠে নেমে রীতিমতো চমক লাগিয়ে দিয়েছে নিউজিল্যান্ড।

প্রথম টেস্টেই ৮ উইকেটের বড় জয় পেয়েছে কিউইরা। এবার পুণেতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষেই ভারতকে বড় লিড দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে সফরকারীরা। ৫ উইকেটে ১৯৮ রান তুলে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে কিউইরা। এতে করে ৩০১ রানের লিড নিয়েছে নিউজিল্যান্ড।

প্রথম টেস্টের ন্যায় ব্যাটিং ব্যর্থতা বজায় থাকলে দ্বিতীয় টেস্টেও হারের মুখ দেখতে হবে ভারতকে। যদি এই ম্যাচে খুব বেশি অবিশ্বাস্য পারফর্ম করতে না পারে তাহলে এক যুগ পরে ঘরের মাটিতে সিরিজ হারার স্বাদ পাবে রোহিত-কোহলিরা। এর আগ পর্যন্ত ভারতের মাটিতে মাত্র দু’টি টেস্ট জয় ছিল নিউজিল্যান্ডের। এবার সেই জয় খরা কাটিয়ে উঠে টম লাথামের নেতৃত্বে আরও দুইটি টেস্ট জেতার পথে কিউইরা।

বেঙ্গালুরুতে হারের পর পুণেতে স্পিন দিয়ে নিউজিল্যান্ডকে বধ করার পরিকল্পনা সাজিয়েছিল রোহিতের দল। ওয়াশিংটন সুন্দরের অবিশ্বাস্য পারফরম্যান্সে প্রথম ইনিংসে ভারত সুফলও পেয়েছিলেন। প্রথম ইনিংসে নিউজিল্যান্ড থেমেছিল ২৫৯ রানে। কিন্তু এবার নিজেদের পাতা ফাঁদে নিজেরাই পড়েছে ভারত। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মিচেল স্যান্টনারের ম্যাজিকে ১৫৬ রানেই শেষ ভারতীয় ব্যাটিং লাইন-আপ। মিচেল স্যান্টনার ভারতের মাটিতে প্রথমবারের মতো এক ইনিংসে নিয়েছেন ৭ উইকেট।

১০৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে থাকেন কিউই অধিনায়ক টম লাথাম। করেন ১৩৩ বলে ৮৬ রান। যোগ্যসঙ্গ দেন উইল ইয়ং এবং টম ব্লান্ডেলরা। ৫ উইকেট ১৯৮ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। লিড নিয়েছে ৩০১ রান।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ‘সুন্দর’ ম্যাজিক। এই ইনিংসেও নিয়েছেন ৪ উইকেট। বাকিটা অশ্বিনের দখলে। ম্যাচের বাকি ৩ দিনে খুব বেশি ভালো খেলতে না পারলে ভারতকে ঘরের মাঠে হারতে হবে সিরিজ।

আরো পড়ুন : দ্বিতীয় টেস্টের আগে প্রোটিয়া শিবিরে দুঃসংবাদ

ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট