Connect with us
ক্রিকেট

এবারের বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি কে এই তানভীর?

বিপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি তানভীর ইসলাম
তানভীর ইসলাম। ছবি- গুগল

কুমিল্লা-সিলেট মধ্যকার ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নেমেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। সদ্য শেষ হওয়া এই বিপিএলে বল হাতে সবচেয়ে সেরা বোলার ছিলেন এক অখ্যাত ক্রিকেটার।

যিনি এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেননি। যার কথা বলছি, তিনি হলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তানভীর ইসলাম।

বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ ১৭টি করে উইকেট নেন দুজন। তানভীরের সঙ্গে এই তালিকায় থাকা অন্য বোলার হলেন- হাসান মাহমুদ। হাসানকে চিনবেন সবাই। কিন্তু তানভীরের খোঁজ-খবর হয়তো জানেন না অনেকে।

কুমিল্লার টানা দ্বিতীয় ও রেকর্ড চতুর্থ শিরোপা জেতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দলের বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। মাত্র ১২ ম্যাচ খেলেই ১৭টি উইকেট নিয়েছেন তিনি। বেস্ট বোলিং ফিগার ৩৩ রানে ৪ উইকেট। প্রতি ১৭ রানে নিয়েছেন একটি করে উইকেট। ইমোনমিটাও বেশি নয়। প্রতি ওভারে খরচ করেছেন মাত্র ৬.৩১ রান।

কে এই তানভীর ইসলাম?

১৯৯৬ সালের ২৫ অক্টোবর বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তানভীর ইসলাম। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসো ছিল এই ক্রিকেটারের। সেই ভালোবাসা থেকেই ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখতে থাকেন তিনি। কিন্তু নিজেকে আজকের পর্যায়ে নিয়ে যেতে তাকে কম অধ্যবসায়ের প্রয়োজন পড়েনি।

বয়সটা যখন ১৯ পেরিয়েছে, তখনও ক্রিকেট ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় ভুগতে হয়েছে তানভীরকে। তবে নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী ছিলে বরিশালের এই ছেলে। সেই আত্মবিশ্বাস কাজে দিয়েছে ২০১৬-১৭ মৌসুমে। সেবার খেলাঘর সমাজকল্যাণ সমিতির হয়ে লিস্ট-১ ক্রিকেটে অভিষেক সময় এই বাঁ-হাতি স্পিনারের।

সেখানে ভালো পারফর্ম করায় পরের মৌসুমে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ডাক পান তানভীর। প্রথম শ্রেণীর ক্রিকেটে বরিশাল বিভাগের হয়ে তার অভিষেক হয় ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর। এনসিএলেও বল হাতে বাজিমাত করায় এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে দল পেয়ে যান তিনি।

এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি তারভীরকে। ২০১৮ সালের বিপিএলে খুলনা টাইটান্সের জার্সিগায়ে মাঠে প্রতিনিধিত্ব করেন এই উদীয়মান ক্রিকেটার। প্রথম আসরেই নিজের জাত চিনিয়েছেন তানভীর। সেই সুবাদে এবার বাংলাদেশের যুব এশিয়া কাপ দলে ডাক পান তানভীর। একই মাসে বিপিএলে খুলনা টাইগার্সের দলেও নিজের জায়গা পাকা করে নেন।

এদিকে ২০১৯ সালে অনুষ্ঠিত হয় সাউথ এশিয়ান গেমস। সেখানে ক্রিকেট ইভেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ দল। সেখানেও দলে ছিলেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। আর ২০২১ সালে আয়ারল্যান্ড উভলসের বিপক্ষে একটি আনঅফিসিয়াল ম্যাচ খেলে বাংলাদেশ ইমার্জিং দল।

সেই ম্যাচের দুই ইনিংসে একাই আইরিশদের ১৩টি উইকেট তুলে নেন তিনি। আর এবারের বিপিএলে তানভীরের ঘূর্ণির কথা জানেন সবাই। নিজের পারফর্ম ধরে রাখতে পারলে খুব বেশিদিন নয়, শিগগিরই হয়তো বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দেখা যেতে পারে সম্ভাবনাময়ী এই বাঁ-হাতি স্পিনারকে।

আরও পড়ুন: ইংল্যান্ডের বিপক্ষে যে কারণে স্কোয়াড থেকে বাদ পড়লেন সোহান-নাসুম

ক্রিফোস্পোর্টস/১৭ফেব্রুয়ারি২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট