Connect with us
ক্রিকেট

কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসকিন

তাসকিন আহমেদ। ছবি- গুগল

পিএসএল, আইপিএলের পর এবার এবার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন টাইগার পেস বোলার তাসকিন আহমেদ।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার আগে কোনো ঝুঁকি নিতে চান না ২৮ বছর বয়সী এই পেসার। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবিরও এমনই চাওয়া।

জানা গেছে, কাউন্টির দল ইয়র্কশায়ার তাসকিনকে কিছু ম্যাচের জন্য দলে ভেড়াতে চেয়েছিল। যে জন্য তাকে প্রস্তাব দেন দলটির প্রধান কোচ ওটিস গিবসন। গিবসন টিম বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ। সেই সুবাদে শিষ্যকে স্মরণ করেছেন তিনি।

তবে এ যাত্রায় দেশের প্রতি আবেগি তাসকিন ওটিস গিবসনকে না বলে দিয়েছেন। এর পেছনে বড় কারণ হিসেবে দেখিয়েছেন, অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে বিশ্বকাপ এবং এর আগে এশিয়া কাপে পূর্ণ প্রস্তুতি নিয়ে খেলতে চান তিনি।

এদিকে আসন্ন আফগানিস্তান সিরিজে তাসকিনকে দলে রাখা হয়েছে মূলত তাকে প্রস্তুত করার জন্য। জানা গেছে- চোট থেকে ফেরায় আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে খুব প্রয়োজন না হলে তাকে খেলানো হবে না।

প্রসঙ্গত, গত বছর আইপিএল থেকে খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন। সে সময় জাতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফর থাকায় সেই ডাকে সাড়া দেননিন এই পেসার। এরপর এ বছর পিএসএলেও খেলার প্রস্তাব পান। তখন চোট থেকে ফিরে ইংল্যান্ড সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করার কারণে প্রস্তাব ফিরিয়ে দেন। এবার আবারও আইপিএল থেকে প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। তবে প্রতিবারই তিনি জাতীয় দল ও নিজের ক্যারিয়ারকে আগে রেখেছেন।

আরও পড়ুন: ইংল্যান্ডের মাটিতে ডাবল সেঞ্চুরি হাঁকালেন সাব্বির

ক্রিফোস্পোর্টস/৬জুন২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট