চলতি বছরের জুনে পিএসজির সাথে শেষ হচ্ছে লিওনেল মেসির চুক্তি। সময় শেষ হতে এখনো এক মাসের অধিক সময় বাকি থাকলেও মেসির নতুন ঠিকানা নিয়ে চলছে নানান গুঞ্জন।
এর মাজেই বার্তা সংস্থা এএফপির জানায় আগামী মৌসুমে সৌদি আরবের ক্লাব আল-হিলালের পাড়ি জমাচ্ছেন লিও।
যদিও এই সংবাদ উড়িয়ে দিয়ে মেসির বাবা ও এজেন্ট জর্জ মেসি জানান, এই মৌসুমে ফরাসি ক্লাবের দিকেই মনোযোগ রয়েছে মেসির।
এসবের মাঝেই আবারো চমক দিল সৌদি ক্লাব আল হিলাল।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো দেপোর্তিভোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি ক্লাবের সাথে মেসির কোনো প্রকারের চুক্তি হয়নি। এমনকি মৌখিক কোনো চুক্তিও হয়নি বলে জানিয়েছে আল-হিলাল।
আল-হিলাল আরও জানিয়েছে, মেসির সাথে এখনো কোনো চুক্তি না হলেও তা সম্পন্ন করতে চেষ্টা করে যাচ্ছে ক্লাবটি।
প্রসঙ্গত, কিছুদিন আগে পিএসজির অনুমতি না নিয়েই সৌদি আরবে সফরে গিয়েছিলেন মেসি। তারপর পরেই তার দল বদল নিয়ে গুঞ্জন শুরু হয়। অনুমতি ছাড়া সৌদি সফরে গিয়ে দুই সপ্তাহের নিষেধাজ্ঞার মুখেও পরতে হয়ে এই আর্জেন্টাইনকে।
আরও পড়ুন: আজ বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ক্রিফোস্পোর্টস/১৩মে২৩/এমবি