Connect with us
ক্রিকেট

এ জয় সামনে ভালো ফলাফলের প্রেরণা: সাকিব

বাংলাদেশ বনাম আফগানিস্তান
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর বাংলাদেশের উদযাপন। ছবি- বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় সামনে ফলাফলের জন্য আরো প্রেরণা জোগাবে বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

রবিবার রাতে ঘরের মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পায় টাইগাররা। আর এতেই রশিদ খানদের বিপক্ষে সিরিজ জয় করে সাকিব বাহিনী।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে টাইগার অধিনায়ক তৃপ্তির কথা জানান। বলেন, এ জয় অনেক স্বস্তির। আমাদের পরিকল্পনাগুলো মাঠে প্রতিফলন হয়েছে। দলের জন্য এর চেয়ে ভালো কিছু আর কী হতে পারে।

সাকিব আল হাসান বলেন, আমাদের সবাই মাঠে পারফর্ম করেছে। দল হিসেবে খেলার চেষ্টা করেছি, সেটি আমরা করতে পেরেছি। আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টিতে আমাদের অবস্থান খুব একটা ভালো ছিল না, এবার তা পাল্টে গেল। আমার কাছে মনে হয় এ জয় আমাদেরকে সামনে ভালো ফলাফলের জন্য আরও প্রেরণা জোগাবে।

রবিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করে ১১৬ রান করে সফরকারীরা। জবাবে বৃষ্টি আইনে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১১৯ রানের। লিটন দাস ও আফিফ হোসেনের ওপেনিং জুটিতে ভর করে ৫ বল হাতে রেখে ৬ উইকেটে সহজ জয় পায় স্বাগতিকরা।

আরও পড়ুন: নারী ফুটবলারদের বোনাস দিলেন কাজী সালাউদ্দিন

ক্রিফোস্পোর্টস/১৭জুলাই/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট