মাত্র চার মাস পরেই মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। অথচ এ টুর্নামেন্টটির চূড়ান্ত সূচি এখনো প্রকাশ করেনি আয়োজক দেশ ভারত। এর ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে।
মূলত এক বছর আগে বিশ্বকাপ আসরের সূচি প্রকাশ করা হয়ে থাকলেও ভারত তা করেনি। তবে রবিবার একটি খসড়া সূচি প্রকাশ করেছে বিসিসিআই। এতে গ্রুপ পর্বে ভারতের সবগুলো ম্যাচের সূচি দেওয়া হয়েছে।
এতে দেখা গেছে, আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। এদিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি ম্যাচ রয়েছে। ম্যাচটি মাঠে গড়াবে ১৯ অক্টোবর ভারতের পুনেতে।
ওয়ানডে বিশ্বকাপে ভারতের খসড়া সূচি:
ভারত-অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই।
ভারত-আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি।
ভারত-পাকিস্তান, ১৫ অক্টোবর, আহমেদাবাদ।
ভারত-বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুনে।
ভারত-নিউজিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা।
ভারত-ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনৌ।
ভারত-কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বাই।
ভারত-দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা।
ভারত বনাম কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু।
এদিকে আগামী সপ্তাহের বিশ্ব এ আসরের চূড়ান্ত সূচি প্রকাশ করা হতে পারে বলে ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
আরও পড়ুন: হকিতে আর্জেন্টিনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/১২জুন২৩/এসএ