হঠাৎই ভাঙন শুরু হয়েছে ফরাসি জায়ান্ট খ্যাত ক্লাব পিএসজিতে। একের পর নামি দামি ফুটবলরা ক্লাবটি ছাড়তে শুরু করেছেন।
সম্প্রতি পিএসজির ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। এরপরেই নতুন এক গুঞ্জন রটেছে, আগামী মৌসুমে প্যারিস ছাড়বেন এমবাপে।
এমন সংবাদের পর ক্লাব কর্তৃপক্ষ তো বটেই নড়ে চড়ে বসেছেন খোদ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।
গতকাল বৃহস্পতিবার ম্যাক্রো প্রতিশ্রুতি দিয়েছেন এমবাপ্পেকে ধরে রাখার জন্য সব রকমের চেষ্টা তিনি করবেন। গত মৌসুমেও ফরাসি তারকার নতুন চুক্তিতে হস্তক্ষেপ করেছিলেন তিনি।
এবারো ম্যাক্রোর এমন মন্তব্যে প্রশ্ন উঠেছে
এমবাপ্পের ক্যারিয়ার কি প্রেসিডেন্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে? আজ ইউরো বাছাইপর্বের ম্যাচের আগের সংবাদ সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে এমবাপ্পেকেও।
এমবাপ্পে বলেন, প্রেসিডেন্টের প্রভাব কি আমার উপরে রয়েছে? ২০২৩ সালের এ সময় দাঁড়িয়ে বলতে পারি কোনো প্রভাব নেই। তিনি চান আমি পিএসজিতে খেলি। আমার ইচ্ছাও তাই। সুতরাং আমরা দুজনই একই জায়গায় দাঁড়িয়ে।’
আরও পড়ুন : ঢাকা টেস্ট: ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকালেন শান্ত
ক্রিফোস্পোর্টস/১৬জুন২৩/এমএ