কাতারে মরুর বুকে মহারণের মহাকাব্য রচনা করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর এতেই আলবিসেলেস্তাদের শ্রেষ্ঠত্বের মুকুট আর সোনালী ট্রফিতে মেসির ক্যারিয়ারে পূর্ণতা এনে দিয়েছে। এরপরই ফিফা দ্যা বেস্ট পুরস্কারে ভূষিত হয়েছেন বিশ্বসেরা এ ফুটবলার।
এবার ক্রীড়াঙ্গনের সম্মানজনক আরেকটি পুরস্কার লরিয়াস অ্যাওয়ার্ড দ্বিতীয়বারের মতো পেয়েছেন ফুটবলের এ জাদুকর। এটি পেতে তিনি পেছনে ফেলেছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল ও ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপেকে।
সোমবার ফ্রান্সের প্যারিসে পুরস্কার বিতরণী এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এই পুরস্কার মঞ্চে স্ত্রী অ্যান্তোনেল্লাকে নিয়ে উপস্থিত ছিলেন লিওনেল মেসি। লরিয়াস অ্যাওয়ার্ড অর্জনের পর আপ্লুত মেসি বলেন, এটা আমার জন্য বিশেষ এক সম্মান।
নিজের এমন অর্জনের কৃতিত্ব সতীর্থদের দিয়ে মেসি বলেন, আমি আমার সব সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। শুধু জাতীয় দল নয়, পিএসজির সতীর্থদেরও। এর কিছুই আমি একা অর্জন করতে পারতাম না। তাদের সঙ্গে সব কিছু ভাগ করে নিতে পেরে আমি কৃতজ্ঞ।
এদিকে ক্রীড়াঙ্গনের ‘অস্কার’ খ্যাত লরিয়াস মেসিকে রেকর্ড ৭ম বারের মতো মনোনয়ন দিয়েছে। ক্রীড়ায় ব্যক্তিগত ও দলীয় অবদানের ভিত্তিতে মোট ছয় ক্যাটাগরিতে দেওয়া হয়ে থাকে এই পুরস্কার।
ব্যক্তিগতভাবে এ পুরস্কার জিততে গিয়ে মেসি পেছনে ফেলেছেন টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল, ফরাসি বিশ্বকাপ জয়ী ফুটবলার এমবাপ্পে, মোটর রেসিং কিংবদন্তি ম্যাক্স ভারস্ট্যাপেন, অ্যাথলেটিকসে মোন্ডো ডুপলেন্টিস ও বাস্কেটবলের স্টিফেন কারিকে।
দলীয়ভাবে সেরার পুরস্কার পেল আর্জেন্টিনা: দলীয়ভাবে আর্জেন্টিনার সঙ্গে লরিয়াসে লড়েছে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড নারী ফুটবল দল, ফ্রান্স রাগবি দল, ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স, ফর্মুলা ওয়ানের রেড বুল রেসিং।
আরও পড়ুন: বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ক্রিফোস্পোর্টস/৯মে২৩/এসএ