ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মানের (পিএসজি) সাথে চুক্তি নবায়ন করবেন না বলে সাফ জানিয়েছেন কিলিয়ান এমবাপে। ফলে চড়া দামে তাকে বিক্রির কথা ভাবছে ক্লাবটি। ফরাসি দৈনিক এল’একুইপে এমন সংবাদই জানিয়েছে।
আগামী জুনে পিএসজির সাথে এমবাপের চুক্তির মেয়াদ শেষ হবে। এর পরেও এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য ক্লাবের পক্ষ থেকে চাপ দেওয়া হয়েছিল। কিন্তু তাতেও কোন লাভ হয়নি।
এদিকে পিএসজির কিছুতেই চাইছে না চুক্তি শেষে এমবাপে ফ্রি এজেন্ট হয়ে যাক। তাই দাম থাকতে থাকতেই তাকে বিক্রি করে দিতে চায় ফরাসি ক্লাবটি।
২০১৭ সাথে ১৮০ মিলিয়ন ইউরোতে মোনাকো থেকে পিএসজিতে আসেন এমবাপে। সেই থেকে একই ক্লাবের হয়ে খেলে যাচ্ছেন। ক্লাবটির হয়ে মাত্র ৫ বার ফরাসি লিগ বাদে আর কিছুই জিততে পারেননি। চ্যাম্পিয়ন্স লিগে বারবারই ব্যর্থ।
বিশ্বের সব ফুটবলারের স্বপ্ন থাকে উচ্চ বেতনের পাশাপাশি ট্রফি জেতা। বড় কোনো ক্লাবে খেলতে পারলে দুটো স্বপ্নই সত্যি হতে পারে। এজন্যই এমবাপে পিএসজি ছাড়তে চাচ্ছেন বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: ইতালিকে হারিয়ে শিরোপা জিতল উরুগুয়ে
ক্রিফোস্পোর্টস/১৩জুন২৩/এমএ