বিসিবি কিছুদিন আগে জানিয়েছিল বাংলাদেশ নারী দলের জন্য নতুন বোলিং কোচ নিয়োগ দেবে। তবে বোলিং কোচের নিয়োগ না হলেও ইয়ান ডুরান্টকে তারা ফিজিক্যাল পারফরম্যান্স কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ জুন) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। জানা গেছে, ইয়ান ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন।
টাইগ্রেসদের নতুন কোচ ইয়ান এরআগে ইংল্যান্ড নারী দলের সঙ্গে প্রায় এক দশকের বেশি সময় ধরে কাজ করেছেন। তিনি ইংলিশ নারীদের স্ট্রেংন্থ ও কন্ডিশনিং কোচিংয়ের সঙ্গে জড়িত ছিলেন।
নিয়োগের পর বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ইয়ান বলেছেন, ‘বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি অনেক খুশি। বড় একটি বছর অপেক্ষায় আছে নারী ক্রিকেট দলের সামনে। যা শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
আরও পড়ুন: অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: নাইজেরিয়ার কাছে হেরে নকআউটে স্বপ্নভঙ্গ আর্জেন্টিনার
ক্রিফোস্পোর্টস/২জুন২৩/এমএ