ঢাকা টেস্টের দুই দিনেই আফগানিস্তানের বিপক্ষে জয়ের সুবাস পাচ্ছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৩৮২ রানের জবাব দিতে নেমে টাইগার বোলারদের দাপুটে বোলিংয়ে দিশেহারা হয়ে যায় আফগানিস্তানের ব্যাটাররা। মিরপুরের মাঠে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৬ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা।
এদিন আফগানিস্তানকে ফলোঅনের লজ্জায় না ফেলে ব্যাট করতে নামে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে দিন শেষ করে বাংলাদেশ। এতে বাংলাদেশের লিড বেড়ে হয় ৩৮০ রান। আর এতেই ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে জয়ের প্রহর গুনছে লিটন দাসের দল।
বৃহস্পতিবার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলায় ৩৬২ রান নিয়ে আগের ৫ উইকেটসহ মাঠে নামে বাংলাদেশ। মাত্র মাত্র ৭ ওভার ব্যাটিং করে ২০ রান যোগ করেই অলআউট হয়ে যায় টাইগাররা।
প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪৬ রান করেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। এছাড়া তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয় ৭৬, মেহেদি হাসান মিরাজ ৪৮ ও মুশফিকুর রহিম করেন ৪৭ রান।
আর বোলিংয়ে আফগানিস্তানের হয়ে অভিষিক্ত পেসার নিজাত। এদিন বাংলাদেশকে হঠাৎ ধসিয়ে দিয়ে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামে আফগানিস্তান। তবে দলীয় ৫১ রান করতেই টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে দিশেহারা হয়ে যায় দলটি। পরে পঞ্চম উইকেটে ৬৫ রানের জুটি গড়েন নাসির ও জাজাই। তবে টাইগারদের অগ্নিঝরা বোলিংয়ে আফগানরা কুপোকাত হয়ে মাত্র ১৪৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন ব্যাটার আফসার জাজাই।
আফগানিস্তানের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন পেসার এবাদত হোসেন। এছাড়া শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন।
এদিন সফরকারীদের ফলোঅনে না ফেলে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলীয় ১৮ রানে নিজের ১৭ রান নিয়ে ফিরে যান জয়। এরপর হাল ধরেন জাকির হাসান ও নাজমুল হোসেন শান্ত। দুই ব্যাটার করেছেন হাফ সেঞ্চুরি। তাদের ব্যাটে ভর করে ২৩ ওভারে ১ উইকেট হারিয়ে দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১৩৪ রান। বাংলাদেশ এখন ৩৭০ রানে এগিয়ে আছে, হাতে রয়েছে আরও ৯ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ:
প্রথম ইনিংস- ৩৮২/১০ (৮৬ ওভার)
(সর্বোচ্চ স্কোর নাজমুল শান্ত ১৪৬)
দ্বিতীয় ইনিংস- ১৩৪/১ (২৩ ওভার)
(দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ এগিয়ে ৩৭০ রানে।)
আফগানিস্তান:
প্রথম ইনিংস- ১৪৬/১০ (৩৯ ওভার) (সর্বোচ্চ স্কোর আফসার ৩৬)
আরও পড়ুন: কাল মুখোমুখি হবে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া
ক্রিফোস্পোর্টস/১৫জুন২৩/এসএ