তরুণ তুর্কি আর্দা গুলার। মাত্র ১৮ বছর বয়সী এই ফুটবলারের দিকে নজর ছিল বার্সেলোনা, পিএসজিসহ ইউরোপের অনেক জায়ান্ট ক্লাবের। শেষ পর্যন্ত তাকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। বৃহস্পতিবার রিয়ালের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়। তুরস্কের ক্লাব ফেনেরবাচ থেকে ৬ বছরের চুক্তিতে আর্দা গুলারকে দলে নেয় রিয়াল।
তবে আলোচনা তুঙ্গে, কে এই আর্দা গুলার? যাকে নিয়ে এতো টানাটানি। তাকে পেতে ইউরোপীয় ক্লাবগুলোর মধ্যে এমন প্রতিযোগিতার কারণ, তার তুমুল প্রতিভা।
গুলার মূলত মিডফিন্ডে খেললেও আক্রমণভাগের বিভিন্ন পজিশনে দুর্দান্ত তিনি। সেই সঙ্গে তার ড্রিবলিং দক্ষতায় ‘তুরস্কের মেসি’ নামে বিশেষ পরিচিতি পেয়েছেন তরুণ এই তুর্কি।
এদিকে গুলারের ট্রান্সফার ফি কত? এ নিয়ে রিয়াল কিছু না জানালেও স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবরে বলা হয় গুলারের ২ কোটি ইউরো খরচ হচ্ছে রিয়ালের।
কে এই আর্দা গুলার:
ক্লাব ফেনেরবাচের সঙ্গে ২০২১ সালের শুরুতে যুক্ত হন গুলার। ক্লাবের হয়ে নিজের প্রথম মৌসুমে ১২ ম্যাচে ৩ গোল ও ৩টি অ্যাসিস্ট করেন তরুণ এই ফুটবলার। এছাড়া ২০২২-২৩ মৌসুমে লিগে ২০ ম্যাচ খেলে ৪ গোল করেন। শুধু তাই নয়, মেসুত ওজিলের আইকনিক ১০ নম্বর জার্সিও গায়ে জড়ান আর্দা গুলার।
২০২২ সালের নভেম্বরে তুরস্ক জাতীয় দলে অভিষেক হয় গুলারের। এখন পর্যন্ত দেশের হয়ে চারটি ম্যাচ খেলেছেন ‘টার্কিশ মেসি’।
আরও পড়ুন: অঝোরে কেঁদে কেঁদে বিদায় নিলেন তামিম
ক্রিফোস্পোর্টস/৭জুলাই২৩/এসএ