Connect with us
ক্রিকেট

দল যখন ইংল্যান্ডে তাসকিন লড়ছেন মিরপুরে

Taskin ahmed
তাসকিনের লড়াইটা তখন মিরপুরে নিজের সঙ্গে। ছবি- সংগৃহীত

বাংলাদেশে দল যখন ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়ছে, টাইগার পেসার তাসকিনের লড়াইটা তখন মিরপুরে নিজের সঙ্গে। চলছে পুনর্বাসন।

ইনজুরি বাধাকে প্রতিহত করে বারবার ফিরেছেন আরও শক্তি সামর্থ্য নিয়ে। তাই খেলতে না পারলে এখন তার আর আক্ষেপ নেই। তাসকিনের বিশ্বাস, সামনে তার জন্য আরও বড় কিছু অপেক্ষা করছে।

তবে দ্রুতই ইনজুরি থেকে সেরে উঠবেন, এমনটাই বিশ্বাস এই স্পিড স্টারের। মিরপুরের মাটিতে নিজেকে ফিট করতে সব চেষ্টাই করছেন, এখন রানিং শুরু করলেও বোলিং শুরু করতে আরও এক সপ্তাহ সময় লাগবে।
Taskin Ahmed

তবে তাসকিন নিজের বড় সুযোগ বলতে কী বুঝিয়েছেন, তিনি নিজেই জানিয়েছেন। একজন ক্রিকেটারের জন্য বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর কিছুই হতে পারে না। দেশের জন্য কিছু করার সবচেয়ে বড় সুযোগও সেটা। তাই চলতি বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের জন্য নিজেকে পুরোপুরি ফিট করছেন তাসকিন।

তাসকিন আহমেদ বলেন, সামনে বড় বড় আসর (বিশ্বকাপ)। সবাই অনেক হার্ডওয়ার্ক করছে। সামনে এর ফল আমরা পাবো ইনশাআল্লাহ।

দেশের জন্য নিবেদিত এই ক্রিকেটার বলেন, সামনে অনেক বড় বড় খেলা আছে, আমারও অনেক বড় স্বপ্ন আছে। ক্যারিয়ারের শেষ পর্যন্ত চেষ্টা করে যাবো, যেন ভালো কিছু করতে পারি।

তাসকিনের ভাবনায় বিশ্বকাপ প্রস্তুতি

ক্রিকেটে একজন পেস বোলারকে সবচেয়ে বেশি ইনজুরি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তবে তাসকিন সেই যুদ্ধে বারবার নিজেকে প্রমাণ করেছেন। বিশ্বকাপ প্রস্তুতিতে তার লক্ষ্য নিজেকে ফিট রাখা।

তাসকিন বলেন, কোচ, নির্বাচক সবাই অলরেডি প্ল্যান করেই রেখেছেন, আমাকে কখন কোন জায়গায় খেলাবেন। একজন ক্রিকেটার হিসেব আমার দায়িত্ব, যে কোনো পরিস্থিতির জন্য নিজেকে তৈরি রাখা।

এদিকে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন হোম সিরিজ দিয়েই মাঠে ফেরার অপেক্ষা করছনে তাসকিন আহমেদ। আসন্ন জুন-জুলাইয়ে আফগানিস্তানের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। এ সফরে একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টসহ টিভিতে আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/১০মে২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট