Connect with us
ক্রিকেট

সাত হাজারি হতে অপেক্ষায় সাকিব-মুশফিক

ওয়ানডে ক্রিকেটে সাত হাজারের ক্লাবে ঢোকার অপেক্ষায় সাকিব-মুশফিক

এক দিনের ক্রিকেটে সাত হাজারি ক্লাবের সদস্য হতে সাকিব আল হাসানের ২৪ রান ও মুশফিকুর রহিমের দরকার ৯৯ রান। বাংলাদেশের হয়ে এ পর্যন্ত একমাত্র তামিম ইকবালই ওয়ানডেতে ৭ হাজার রান করেছেন।

এদিকে শনিবার (১৮ মার্চ) থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামছে টাইগাররা। এবার এ সিরিজটি ঘিরে ওয়ানডেতে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় রয়েছেন সাকিব ও মুশফিক।

২০০৬ সালের আগস্ট মাসে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে অভিষেক হয় সাকিব আল হাসানের। এরপর দেশের হয়ে এ পর্যন্ত ২২৭ ম্যাচের ২১৫ ইনিংসে ৬৯৭৬ রান করেছেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার। ৯টি সেঞ্চুরি ও ৫২টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার দখলে। সাকিবের ব্যাটিং গড় প্রায় ৩৭ দশমিক ৭০।

অপরদিকে সাকিবের সঙ্গে সেই ম্যাচেই ওয়ানডেতে অভিষেক হয় মুশফিকের। তবে সাকিবের চেয়ে বেশি ম্যাচ খেলে দেশের হয়ে এ পর্যন্ত ২৪২ ম্যাচের ২২৭ ইনিংসে ৮টি সেঞ্চুরি ও ৪৩টি হাফ-সেঞ্চুরি ৬৯০১ রান করে মুশফিক। তার ব্যাটিং গড় প্রায় ৩৬ দশমিক ৩২।

আরও পড়ুন: আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরে সুখবর

ক্রিফোস্পোর্টস/১৭মার্চ২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট