ভারতের নারী আইপিএলও জেগে উঠছে। এতেও অর্থের ঝনঝনানি দেখা গেল। সোমবার মুম্বাইয়ে নারীদের আইপিএলের সম্প্রচার স্বত্বের নিলাম অনুষ্ঠিত হয়। সেখানে পাঁচ বছরের (২০২৩-২০২৭) জন্য সম্প্রচার স্বত্ব পেয়েছে ভায়াকম-১৮ মিডিয়া প্রাইভেট লিমিটেড। ৫ বছরের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ৯৫১ কোটি রুপি দিতে হবে প্রতিষ্ঠানকে।
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এই চুক্তিতে বেশ রোমাঞ্চিত হয়ে টুইটারে ভায়াকম ১৮-কে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেন, নারী আইপিএলের প্রচার স্বত্ব পাওয়া ভায়াকম ১৮-কে অভিনন্দন জানাচ্ছি।
এদিকে ৯৫১ কোটি রুপির সম্প্রচার স্বত্বের হিসেবে প্রতি ম্যাচের জন্য ৭.০৯ কোটি রুপি পাবে বিসিসিআই।
প্রসঙ্গত, ২০১৮ সাল থেকে নারী আইপিএলের যাত্রা শুরু। যদিও তখন টুর্নামেন্টের নাম ছিল ‘উইমেনস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ।’ এ বছর থেকে প্রথমবারের মতো এটির নাম হচ্ছে ‘উইমেনস আইপিএল।’ ৫টি দল নিয়ে আগামী ৫ মার্চ থেকে এ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন : প্লেয়ার্স বায়োগ্রাফি: সাকিব আল হাসান
ক্রিফোস্পোর্টস/১৬জানুয়ারি২৩/এসএ