ভারত বিশ্বকাপে অংশগ্রহণ করার আগে বড় কিছু করার আশা নিয়েই দেশ ছেড়েছিল টাইগাররা। তবে সেই আশা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে তারা। টাইগারদের এই ব্যর্থতায় দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠেছ অনেক। তাই নির্বাচক প্যানেলে পরিবর্তন দেখতে চায় বাংলাদেশের ভক্ত-সমর্থকরা।
বাংলাদেশের ভক্ত-সমর্থকদের সুরে তাল মিলিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। নির্বাচক প্যানেলে পরিবর্তন দেখতে চান তিনিও। আশরাফুল ছাড়াও বাংলাদেশের অনেক সাবেক ক্রিকেটাররা এই জায়গায় পরিবর্তন দেখতে চান।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভারতের পুনেতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন আশরাফুল। নির্বাচক প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমার মনে হয় অবশ্যই নতুন ব্রেন (মস্তিষ্ক) দরকার। আর এই পজিশনটা লম্বা সময় ধরে থাকার পজিশন নয়। এটা ম্যাক্সিমাম ২-৪ বছর থাকার পজিশন। তাহলে নতুন নতুন মানুষ আসবে, নতুন নতুন চিন্তা-ভাবনা আসবে। ’
কিন্তু প্রায় এক যুগ ধরে বাংলাদেশের নির্বাচক প্যানেলে রয়েছেন নান্নু। দেশের ক্রিকেটে অনেক উত্থান-পতন হলেও নির্বাচক প্যানেলে পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে চলমান বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্সে খুবই হতাশ এদেশের ক্রিকেট প্রেমিরা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই জায়গায় পরিবর্তনের জন্য বিভিন্ন দাবি তুলছে ক্রিকেটপ্রেমীরা।
নির্বাচক হতে চান কিনা সেই প্রসঙ্গে আশরাফুলকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই আমি ক্রিকেটের সাথে আছি। ভবিষ্যতেও ক্রিকেটের সাথেই থাকতে চাই। যদি এধরনের কোন সুযোগ আসে তাহলে অবশ্যই আমি ভেবে দেখবো।
আরও পড়ুন: শ্রীলঙ্কায় সাকিবকে ভালোবাসা দিয়ে বরণ করে নেবে গল টাইটান্স
ক্রিফোস্পোর্টস/০৯নভেম্বর২৩/এমটি