ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই-পিএসজিতে ভালো নেই ব্রাজিলিয়ান তারকা নেইমার। গুঞ্জন উঠেছে চলতি বছরের জুনেই পিএসজিতে নেইমার অধ্যায় শেষ হতে পারে। তাই আসন্ন গ্রীষ্মকালীন দলবদলের মৌসুম সামনে রেখে নেইমারের ওপর নজর রাখছে তিন ইংলিশ ক্লাব। এর মধ্যে রয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও চেলসি।
ফিচাজেসের বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, ফরাসি এ ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নেইমার। এছাড়া আসন্ন গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে তাকে ছেড়ে দিতে পারে ক্লাবটি। তবে পিএসজিতে নেইমার যে পরিমাণ বেতন (৩৬ মিলিয়ন ইউরো) পান তা দিতে পারবে বিশ্বের হাতে গোনা মাত্র কয়েকটি ক্লাব।
জানা গেছে, নেইমারকে দলে নেওয়ার বিষয়ে সবচেয়ে ভালো অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। নেইমারকে ওল্ড ট্রাফোর্ডে নিতে ছক কষছে রেড ডেভিলরা। অপরদিকে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি তাদের আক্রমণভাগ আরও শক্তিশালী করতে সেলেসাও ফুটবলারকে পেতে যায়।
আর্লিং হালান্ডের সঙ্গে নেইমার ইউরোপের সবচেয়ে শক্তিশালী জুটি হতে পারে বলে বিশ্বাস দলটির। এছাড়াও চেলসির নতুন মালিক বোহেলি চাল দলো আরও শক্তিশালী করতে, এজন্য কার্পণ্য করবেন না তিনি।
চলটি মৌসুমটা দুর্দান্তভাবে শুরু করেছিলেন নেইমার। ২৯ ম্যাচ খেলে ১৮ গোল করে ফেলেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা। কিন্তু হঠাৎ গোড়ালির ইনজুরির কারণে পুরো মৌসুম থেকে ছিটকে যান তিনি। সবশেষ ম্যাচ তিনি খেলেন গত ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে।
প্রসঙ্গত, ২০১৭ সালে পিএসজিতে যান নেইমার জুনিয়র। ফরাসি ক্লাবটির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ তিনি।
আরও পড়ুন: বাংলাদেশে সুপার লিগ খেলবেন লঙ্কান অদ্ভুত এই বোলার
ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৩/এসএ