Connect with us
ফুটবল

নেশনস কাপ: ১১ বছরের খরা কাটিয়ে শিরোপা জিতল স্পেন

Nations Cup: Spain
নেশনস কাপের শিরোপা জিতল স্পেন। ছবি- গুগল

ক্রোয়েশিয়াকে কাঁদিয়ে দীর্ঘ ১১ বছরের খরা কাটিয়ে শিরোপা জিতেছে স্পেন। নেশনস কাপের ফাইনালে শ্বাসরুদ্ধকর পেনাল্টিতে ৫-৪ গোলে ক্রোয়েশিয়াকে হারায় স্পেন। ২০১২ সালের পর এই প্রথম মেজর কোন ট্রফি ঘরে তুলল স্প্যানিশরা।

রবিবার নেদারল্যান্ডসের ডি কুইপ স্টেডিয়ামে ক্রোয়েশিয়া- স্পেনের ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে। এতে ক্রোয়েশিয়াও স্বপ্ন দেখা শুরু করে প্রথম মেজর কোনো শিরোপা জয় করার। তবে ক্রোয়াটদের সেই স্বপ্ন ধূলিস্যাৎ করে শিরোপা জিতে নেয় স্প্যানিশরা।

এদিকে বিশ্বকাপ থেকে শুরু করে নেশনস কাপ পর্যন্ত। প্রায় সবগুলো আসরে শিরোপার খুব কাছে গিয়েও ট্রফি জয়ের স্বাদ থেকে বঞ্চিত থাকতে হয় ক্রোয়াটদের। এবারও তাই হলো লুকা মদ্রিচদের ভাগ্যে।

ম্যাচে টাইব্রেকারে প্রথম তিন শটের সবগুলোই গোল করে দুই দল। তবে চতুর্থ শটটি ক্রোয়েশিয়ার লাভ্রো মাজের মিস করেন, অপরদিকে স্প্যানিশদের হয়ে চতুর্থ শটটি গোল বের করে আনেনে মার্কো আসেন্সিও। পরে পঞ্চম শটে ক্রোয়েটরা গোল পেলেও এ শট মিস করে স্পেনের লাপোর্ত। আর এতেই ম্যাচে রোমাঞ্চ বাড়ে। ফলে আরও একটি শট বেশি নিতে হয় দুই দলকে।

৬ নম্বর শট ক্রোয়েটরা মিস করলেও স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাজাল গোল করে সতীর্থদেরদের উল্লাসে ভাসান।

আরও পড়ুন: ক্যারিয়ারে প্রেসিডেন্টের কোনো ভূমিকা নেই : এমবাপ্পে

ক্রিফোস্পোর্টস/১৯জুন২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল