প্রথমবারের মতো আয়োজিত নারী ইমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা।
আগামীকাল বুধবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে টাইগ্রেসরা।
গতকাল বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সেমিফাইনালটি বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি। আজও প্রায় আড়ায় ঘন্টা দেরিতে শুরু হয় ম্যাচটি এবং মাত্র ৯ ওভারের খেলা অনুষ্ঠিত হয়।
টস জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারছিল না বাংলাদেশ দল। মাত্র ১৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে তারা। এরপর নাহিদা আক্তারের ২১ রানে ভর করে ৭ উইকেরট হারিয়ে ৫৯ রান তুলে লড়াই করার পুঁজি পায় বাংলাদেশ।
অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে বেশ ভালই শুরু করেছিল পাকিস্তানি মেয়েরা। ওপেনিং জুটিতেই প্রায় অর্ধেক রান তুলে নিয়েছিল পাকিস্তান। এরপর বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তানি মেয়েরা।
ম্যাচটি জিততে শেষ ওভারে ১৩ রান দরকার ছিল পাকিস্তানের। তবে স্পিনার সানজিদা আক্তার মেঘলা দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৬ রান তুলতে পারে তারা। এতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগ্রেসরা।
উল্লেখ্য, রিজার্ভ ডেতে গড়ানো ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার অন্য সেমিফাইনাল বৃষ্টির জন্য আজও অনুষ্ঠিত হয়নি। তাই গ্রুপ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় ফাইনালের পৌঁছে গেছে ভারত।
আরও পড়ুন: পদত্যাগ করলেন ফিফা সাধারণ সম্পাদক
ক্রিফোস্পোর্টস/২০জুন২৩/এমএ