বিপিএলের নবম আসরের ফাইনাল খেলা হয়নি সাকিব আল হাসানের। এলিমিনেটর থেকে বিদায় নিতে হয় সাকিবের বরিশালের। তাই এবার যোগ দিয়েছেন পাকিস্তান সুপার লিগে (পিএসএল)।
চলতি পিএসএলের আসরে বাবর আজমে পেশোয়ারের হয়ে মাঠ মাতাতে দুপুরেই পাকিস্তানের করাচি পৌঁছে যান সাকিব। আর রাতেই মাঠে নেমে পড়েন টাইগার এই তারকা ক্রিকেটার।
মূলত মার্চের শুরুতে ইংল্যান্ডের সঙ্গে সিরিজের আগে পিএসএলে ৫ ম্যাচ খেলতে সাকিবের সঙ্গে পেশোয়ারের চুক্তি হয়। সেই অনুযায়ীই আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সাকিবকে খেলার অনুমতি প্রদান করেছে বিসিবি। এরপর দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
এদিকে পিএসএলের আসরের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার করাচি কিংসের বিপক্ষে ব্যাট করছে সাকিবের দল পেশোয়ার জালমি। আগেই জানা গিয়েছিল, প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে বাংলাদেশি এই অলরাউন্ডারকে। হলোও তাই। প্রথম ম্যাচেই সাকিবকে দলে রেখে একাদশ ঘোষণা করেছে বাবরের দল।
আরও পড়ুন: নারী আইপিএলে সবচেয়ে দামি ক্রিকেটার তিনি
ক্রিফোস্পোর্টস/১৪ফেব্রুয়ারি২৩/এমএ