Connect with us
ক্রিকেট

প্রথমবারের মতো প্রোটিয়াদের হারিয়ে ইতিহাস গড়ল আফগানিস্তান

afganistani crickter
দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান সিরিজ। ছবি: সংগৃহীত

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে তোপের মুখে ফেলে আফগানিস্তান। প্রোটিয়া ব্যাটারদের রীতিমতো নাস্তানাবুদ করেন আফগান বোলাররা।

উইয়েন মুন্ডারের ফিফটিতে কোনোরকম শত রানের গন্ডি পার করে অলআউট হয় আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটের বিশাল জয় পায় আফগানিস্তান। সেই সাথে ইতিহাস গড়লো আফগানিস্তান। আফগানিস্তান ক্রিকেট ইতিহাসে যেকোনো সংস্করণে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের স্বাদ পেল তারা।

আরও পড়ুন: নাহিদ রানা বিপদে ফেলতে পারেন ভারতীয় ক্রিকেটারদের : দীনেশ কার্তিক

গতকাল (বুধবার) শারজায় টসে জিতে মাঠে নামে আফ্রিকা। ব্যাটে নেমেই আফগান বোলারদের তোপের মুখে পড়ে প্রোটিয়া ব্যাটাররা। ৩৩ ওভার ৩ বলে মাত্র ১০৬ রানে অলউইকেট হয় দক্ষিণ আফ্রিকা। আফ্রিকার হয়ে ৮৪ বলে ৫২ রান করেন উইয়েন মুন্ডার। ফজল হক ফারুকি ৭ ওভার বল করে ৩৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। আল্লাহ গজানফর ১০ ওভার বল করে মাত্র ২০ রান দিয়ে ৩ উইকেট নিজের ঝুলিতে ভরেন। এছাড়াও রশিদ খান পায় ২ উইকেট।

সহজ লক্ষ্যে ব্যাট করে নেমে প্রথম ওভারেই ফেরেন রহমানুল্লাহ গুরবাজ। দলীয় ১৫ রানে আবার ধাক্কা খায় আফগানিস্তান। ৮ রান করে রহমত শাহ ফিরলে চাপে পড়ে আফগানরা। এরপর অধিনায়ক হাশমতউল্লাহ ও আজমতউল্লাহ ওমরজাই জুটি গড়েন। দলীয় ৬০ রানে হাশমতউল্লাহ ফিরলে ভাঙে এ জুটি। এরপর ওমরজাই ও গুলবাদিন নাইব দুর্দান্ত ব্যাটিং করলে সহজে জয়ের বন্দরে পৌঁছে যাই আফগানিস্তান। আজমতউল্লাহ ২৫ ও নাইব ৩৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট