ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসন্ন আসর আয়োজনে শেষ মুহূর্তে বড় ধাক্কা খেয়েছিল আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক-ফিফা। আয়োজক দেশ ইন্দোনেশিয়ায় ইসরায়েল বিরোধী বিক্ষোভের ফলে ভেস্তে যায় সকল আয়োজন।
পরে নানা নাটকীয়তার পর গত ১৮ এপ্রিল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনাকে এ আসর আয়োজনে পাশে পায় ফিফা। আগামী ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত চলবে ফুটবল যুবাদের বিশ্ব এ আসর।
এদিকে ইন্দোনেশিয়াকে বাদ দিয়ে ফিফার সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখে এবারের বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে।
এবার ৬টি গ্রুপে ২৪টি দল মাঠে নামবে। এর মধ্যে আকাশী-নীল জার্সিধারীদের যুবারা আছে এ গ্রুপে। যদিও এর আগে বাছাই পর্বের খেলায় বাদ পড়েছিল দলটি। তবে আয়োজক দেশ হিসেবে খেলার বড় সুযোগ পেল আর্জেন্টিনা।
আর লাতিন আমেরিকার আরেক শক্তিশালী দল ব্রাজিল আছে ‘ডি’ গ্রুপে। এছাড়া ই’ গ্রুপে শক্তিশালী দল উরুগুয়ে আর এফ গ্রুপে আছে ফ্রান্স।
এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ফুটবল বিশ্ব চ্যাম্পিয়নরা ভবিষ্যতের সুপারস্টারদের জন্য দুয়ার খুলে দিয়েছে।
এত অল্প সময়ের নোটিশে আসরটি আয়োজনের প্রতিশ্রুতি দেওয়ায় আর্জেন্টিনা সরকারকে ধন্যবাদ জানান ফিফা সভাপতি।
আরও পড়ুন: এক মঞ্চেই মেসির হাতে গেল তিন পুরস্কার
ক্রিফোস্পোর্টস/২৩এপ্রিল২৩/এসএ