ফ্রেঞ্চ ওপেনে রেকর্ড গড়ে নারী এককে শিরোপা জিতে নিয়েছেন পোল্যান্ডের টেনিস তারকা ইগা সিওনটেক। টানা দ্বিতীয়বারের মতো এ ট্রফিটা নিজের করে নিয়েছেন এই পোলিশ তারকা। এছাড়া এ পর্যন্ত ৪টি গ্র্যান্ড স্ল্যাম নিজের করে নেওয়া সিওনটেক ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় শিরোপা জয় করেছেন। আর এ অর্জন তাকে কিংবদন্তী সেরেনা উইলিয়ামস ও মনিকা সেলেসের পাশে বাসালো।
শনিবার ফ্রান্সের প্যারিসের রোলাঁ গারোতে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভাকের বিপক্ষে দুর্দান্ত লড়াই শেষে ৬-২, ৫-৭, ৬-৪ সেটে জয় পায় সিওনটেক।
এদিকে গ্র্যান্ড স্লামের ফাইনাল মানেই পোলিশ তারকা সিওনটেকের জয়জয়কার। এবার সেই অপ্রতিরোধ্য ধারাই ধরে রাখলেন তিনি। এর আগে গ্র্যান্ড স্লামের তিনটি ফাইনাল খেলে ৩টিতেই শিরোপা নিজের দখলে নেন সিওনটেক।
অপরদিকে এ জয়ে রেকর্ড বুকে আরেকটি জায়গা পেয়েছেন এই পোলিশ তারকা। ১৬ বছর আগে জাস্টিন হেনিন টানা দুবার ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন। এবার সেই কীর্তি গড়েছেন পোলিশ তারকা সিওনটেক।
টেনিস কন্য সিওনটেক গত চার বছরে ৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে নিয়েছেন। এর মধ্যে ৩টি ফ্রেঞ্চ ওপেনে ও ১টি ইউএস ওপেন।
আরও পড়ুন: বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টাইগার ক্রিকেটার হাসান মাহমুদ
ক্রিফোস্পোর্টস/১১জুন২৩/এসএ