ক্রিকেটের অভিজাত ফরমেট টেস্ট। এর আতেই নিজের স্মরণে রাখার মতো একটা জয় পেল টাইগাররা। ঢাকা টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ৫৪৬ রানের জয়, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জয়। এছাড়া ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান ব্যবধানে জয় এটি।
শনিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা টেস্টের চতুর্থ দিনে আফগানদের গুড়িয়ে দেয় টাইগার বোলাররা।
আগের দিন ২ উইকেটে ৪৫ রানে থাকা আফগানিস্তানের আজ দরকার ছিল ৬১৭ রান। প্রায় অসম্ভব এ টার্গেটে বাংলাদেশের দরকার ছিল ৮ উইকেট। তাসকিন-শরিফুলদের তাণ্ডবে শেষ পর্যন্ত ১১৫ রানেই গুঁড়িয়ে যায় সফরকারীরা।
এদিকে এটি নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয় বাংলাদেশের। এর আগে ২২৬ রানের জয়ই ছিল টাইগারদের সবচাইতে বড় জয়। জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে প্রায় দেড়যুগ আগে ২০০৫ সালে সেই জয়টি এসেছিল।
অপরদিকে টেস্ট ইতিহাসে রানের ব্যবধানে তৃতীয় বড় জয়টি পেল বাংলাদেশ। এছাড়া ১৯৩৪ সালের পর এই প্রথম বারের মতো কোনো দল টেস্টে ক্রিকেটে ৫০০ রানের বেশি ব্যবধানে জয় পেল।
আরও পড়ুন: পদত্যাগ করলেন ফিফা সাধারণ সম্পাদক
ক্রিফোস্পোর্টস/১৭জুন/এসএ