Connect with us
ক্রিকেট

বাংলাদেশে সুপার লিগ খেলবেন লঙ্কান অদ্ভুত এই বোলার

লঙ্কান অদ্ভুত এক বোলার কামিন্দু মেন্ডিস (ছবি- ক্রিকইনফো)

ঢাকা প্রিমিয়ার লিগ-ডিপিএলের সুপার লিগ মাঠে গড়াচ্ছে পহেলা মে। এ আসরে মোহামেডানের হয়ে মাঠ কাঁপাতে আসছেন লঙ্কান অদ্ভুত এক বোলার কামিন্দু মেন্ডিস। দলের দায়িত্বশীল সূত্র তার খেলার বিষটি নিশ্চিত করেছে।

শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস মূলত ডান হাতি অফস্পিন বোলার। কিন্তু তিনি বাঁ-হাতে স্লো অর্থোডক্স স্পিনও করতে পারেন। বিশ্ব ক্রিকেটে এমন প্রতিভা বিরল ও দুর্লভ।

২৪ বছর বয়সী লঙ্কান এ বোলার এ পর্যন্ত তার দেশের হয়ে ১টি টেস্ট, সাতটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন। প্রতিভাবান এ ক্রিকেটার শুধু বোলিং নয় ব্যাটিংও করতে পারেন। একমাত্র টেস্টে ম্যাচেই ৬১ রানের ইনিংস খেলেন তিনি। সাত ওয়ানডেতে একটি অর্ধশতকও হাঁকিয়েছেন কামিন্দু মেন্ডিস।

জানা গেছে, লিগে মোহামেডানের হয়ে ইংলিশ বাঁ-হাতি চায়নাম্যান বোলার জ্যাক লিনটটের স্থলাভিষিক্ত হবেন লঙ্কান এই বোলার।

সুপার লিগ খেলবে যে ছয় দল:
মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

আরও পড়ুন: মেসি-এমবাপ্পেদের ম্যাচসহ টিভির পর্দায় আজকের খেলা

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৩/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট